একটি আত্মসমালোচনার বৃথা চেষ্টা

আমরা যারা প্রেসিডেন্সি-যাদবপুর বা তথাকথিত সভ্য, সুশীল, শিক্ষিত সমাজের অন্তর্ভুক্ত, তাদের প্রচুর গুণ আছে। এত গুণ, গুণের গর্বে মাটিতে পা পড়ে না। আমরা পৃথিবীর সব ব্যাপারে জানি, সিস্টেমে বিশ্বাস করি না, সরকার/অথরিটি যাই বলুক, মানি না/খিল্লি ওড়াই। আমরা জানি/বুঝি না, এমন ব্যাপার নেই। আমরা শ্রেণিসাম্যে বিশ্বাস করি, অথচ আমাদের উল্টো সুরে কেউ কিছু বললেই আমরা বলি 'আগে চান্স পেয়ে দেখা, তারপর বলবি!'। আমাদের উল্টো সুরে বললেই আমরা বুকচিতিয়ে ভক্ত, চাড্ডি বলে দিই। বাকস্বাধীনতার পক্ষে আমরা সরব, এদিকে তর্কে হেরে গেলে ব্যক্তিগত আক্রমণ, অপমানে চলে যাই। আমি প্রধানমন্ত্রীকে 'খুনি' বললে যদি পুলিশ আমাকে গ্রেফতার করে, তাহলে সেটা বাকস্বাধীনতা রোধ, এদিকে বাকস্বাধীনতার অপব্যবহার করেছি আমি, আমার দোষ নেই। আসলে সরকার তো মূর্খ, আর আমি প্রেসি-যাদবপুর। 

আমরা দেশের সামরিক পরিস্থিতি থেকে সংবিধান, অর্থনীতি থেকে আইনকানুন, সর্বব্যাপারে প্রবল জ্ঞান পোষণ করি। দেশের আর্থিক বৃদ্ধি যখন বেড়ে যায়, আমরা তখন বলি 'ক্যালকুলেশনে সমস্যা আছে... আসলে দেরিদা বলেছিলেন, ফুকো লিখেছিলেন, মার্ক্স হেঁচেছিলেন, হেগেল কেশেছিলেন.....'। তলায় কমেন্ট পড়ে 'শেয়ার করলাম :)'। যখন দেশের আর্থিক বৃদ্ধি কমে যায়, আমরা সরকারের মা-মাসিমার খোঁজখবরে ব্যস্ত হয়ে পড়ি। অথচ, অর্থনীতি নিয়ে আমাদের জ্ঞান কোরোনাভাইরাসের মতোই; দেখা যায় না, কিন্তু আছে ও সেটার উপস্থিতি দেশের-দশের পক্ষে ক্ষতিকারক। আমরা জানতে চাইব না, ২০১৪-২০১৯-এর মধ্যে সরকার অর্থনীতির জন্য কী কী করেছে। আমরা জানি, সরকার অর্থনীতি শেষ করছে, ব্যাস। আমরা জানি না, আগের সরকার কোথায় গোড়ায় গলদ করেছে। আমরা জানি, '৯১এ অর্থনীতির বেসরকারিকরণ, বিশ্বায়ন, উদারীকরণ হয়েছিল, এবং সেটা খারাপ। কেন খারাপ, জানি না। সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করতে চাইলে আমরা হাঁ হাঁ করে উঠি, কেন করছে জানি না। আমরা জানি, ক্যাপিটালিজম খারাপ। ক্যাপিটালিজম কী, জানি না। অ্যাডাম স্মিথ বাজারের যে অদৃশ্য হাতের কথা বলেছিলেন, আমরা জানি না। ক্রোনি ক্যাপিটালিজম কী, জানি না। আমরা আসলে কিছুই জানি না, কিন্তু লজ্জার কিছু নেই তাতে। জানলে যদি সত্যিটা বোঝার ক্ষমতা চলে আসে, আর বাকিরা চাড্ডি বলে দেয়? আমি তো এলিট। 'আগে চান্স পেয়ে দেখা.... এখানে ঢুকতে হলে পরীক্ষা দিতে হয়...'। 

সরকার ৫৯খানা অ্যাপ ব্যান করেছে। আমাদের ভীষণ মাথাব্যথা। কী হাসির খোরাক! সরকার এই করে চিনকে আটকে দিল রে! সত্যিই, সব গণ্ডমূর্খরা সরকার চালায়! বুরোক্র‍্যাটরা, এক্সপার্টরা, অ্যাডভাইসাররা গণ্ডমূর্খ। আর আমরা যারা কেউ গ্র‍্যাজুয়েশন করেছি সদ্য, কেউ মাস্টার্স করছি, কেউ সেগুলোও করিনি, কেউ বড়জোর রিসার্চ করছি, তারা সব বুঝি। আরে, আমরা পরীক্ষা দিয়ে ঢুকেছি..... অ্যাপ ব্যান করে চায়নাকে আটকাবে! ছোঃ! যুদ্ধ করবে? যাচ্ছেতাই সরকার। গালওয়ান ভ্যালি দিয়ে দেবে? কী কাপুরুষ সরকার! মিটমাট করে নেবে? সব ভেতরে সেটিং চায়না আর ভারতের। আমরা সন্তুষ্ট হবই না। কয়েকটা অ্যাপ দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে কী করে ফেলতে পারে? অথচ, সেই অ্যাপগুলো নিরন্তর ইউজার ডেটা চিনে পাঠাক, ফিশিং অ্যাটাক হোক বড়োরকম, তখনও তো সরকার আছে!! 'সরকার কিছু করেনি' মর্মে পোস্ট করতে কতক্ষণ?

শুধু কি সরকার? আমরা ইউনিভার্সিটি-কলেজের অথরিটিকেও চমকে দিই। ফি বাড়াবে কেন? কলেজে সিসিটিভি বসবে কেন? নেশা করতে দেবে না কেন? এসি বসবে কেন? রং করবে কেন? রেনোভেশন হবে কেন? কেন আমরা ভাঙাচোরা ক্যাম্পাসে ক্লাস করব না? কেন বাধ্যতামূলক উপস্থিতি থাকবে? আমরা তো এখানে নেশা রাজনীতি আর নোংরামি(এবং মলেস্ট) করতে এসেছি। ব্যাকলগ? কোনো ব্যাপার না। এই এডুকেশন সিস্টেমটাই বাজে। আগে বাইরের পড়াশুনো করো (মানে গুডরিডস থেকে কোট দেখো, বই কিনে ছবি দাও, উইকিপিডিয়া থেকে সারসংক্ষেপ পড়ে নাও), বাইরের সিনেমা দেখো। ক্লাসের পড়াশুনো কেউ করে? কেউ পড়াতে পারে? অথরিটি কেন গান গাইতে দিচ্ছে না? অথরিটি কেন রাজ্যের মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রী-রাজ্যপালকে ডাকবে? ওরা মানুষ হিসেবে হয়তো খারাপ, কিন্তু ওদের পোস্টটা গুরুত্বপূর্ণ - এটা বুঝব বলে এসেছি নাকি এখানে? ছোঃ! ওদের কালো পতাকা দেখাব, কুশপুতুল পোড়াব, কর্মরত পুলিশের টুপি খুলে পা দিয়ে দলে দেব, পুলিশকে প্রচণ্ড মারব, পুলিশ উল্টে ধাক্কা দিলে ওদের নামে বাপবাপান্ত করব। এটাই তো আমরা! এটাই তো প্রকৃত ছাত্রসমাজ!!




আমরা আসলে জানি না, মানি না যে আমরা অন্ধ। আমাদের চোখে ঠুলি পরানো। পোষা কাকাতুয়ার মতো সবকিছুর খুঁত ধরে যাই, সমালোচনা করে যাই। সমালোচনার একটা অংশ যে বিকল্প পথের সন্ধান দেওয়া, আমরা জানি না। সমালোচনা মানে যে ভালোটাও বলা, আমরা জানি না। আমরা ভালো বলব না। কোনোদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখব না। নিজেদের ঔদ্ধত্য কমাব না। কাউকে যোগ্য সম্মান দেব না। আমরা আসলে একটা ক্ষয়ে যাওয়া প্রজন্ম, যারা পরবর্তী প্রজন্মের জন্য অভিশাপ রেখে যাচ্ছি। আমরা ভুলে যাই, ডিরোজিওর ইয়ং বেঙ্গলের কী দশা হয়েছিল। আমরা জানি না, ধ্বংসাত্মক কাজের মধ্যে দিয়ে ভালো হয় না, গঠনমূলক কাজের মধ্যে দিয়ে হয়। 


'লেখক জ্ঞান দিচ্ছে?? শালা চাড্ডি... আগে চান্স পেয়ে দেখা!!!!!!'

Comments

Popular Posts